চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
উপজেলা শিক্ষা বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। অন্যদের বক্তব্য দেন- ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল আখতার, সহকারী শিক্ষা কর্মকর্তা সুশান্ত চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা টুর্নামেন্টের প্রথম খেলায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু টুর্নামেন্টে পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টটি এর আগে উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উপজেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিচ্ছে।