গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও শহীদদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া

12

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারীর উদ্যোগে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেনÑ উপজেলা যুবলীগের সহসভাপতি মোহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য টগর মোহাম্মদ সালেহ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দুরুল হোদা স্বপন, জহুরুল ইসলাম জয়সহ অন্য ছাত্রলীগের নেতাকর্মীরা।
দোয়ার আগে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।