চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ও শনিবার দুপুরে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় ১০ বোতল ফেন্সিডিলসহ একই উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের দুরুল হোদার ছেলে সাগর (২৩) কে আটক করা হয়। সে মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়। এছাড়া শনিবার দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার আলিনগর ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত দাউদ আলীর ছেলে টুটুল (৪০) কে প্রায় সাড়ে ৭’শ গ্রাম গাঁজাসহ আটক করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। এব্যাপারে গোমস্তাপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।