চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সেতাউর রহমান (৪৮)। তিনি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে।
বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বিওপির সু্বদোর আঃ ছালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলদল কাঞ্চনতলা এলাকায় অভিযান চালান। এ সময় ত্রিশ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সেতাউর রহমানকে আটক করা হয়।
নওগাঁ ১৬,বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান জানান, আটককৃত সেতাউর রহমানকে মাদকদ্রব্যসহ গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।