চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চৌডালা ফুটবল প্রাইজমানি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার চৌডালা ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় চৌডালা ফুটবল দল বনাম কাশিয়াবাড়ী ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে জয় পেয়ে ফাইনালে উত্তীর্ণ হয় চৌডালা ফুটবল দল। খেলার প্রথমার্ধে চৌডালা ফুটবল দলের শাওন একমাত্র গোলটি করেন।
খেলায় উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সমাজসেবক ডা. আনসারুল হক, ক্রীড়া শিক্ষক অশোক কুমার দাসসহ অনেকে।
গত ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া চৌডালা ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এর আগে প্রথম সেমিফাইনালে রহনপুর ফুটবল দল ফাইনালে পৌঁছায়।