রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১৬, ২০২৫ by

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে টিভি, ফ্রিজ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৪টি ফুটবল দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় গোমস্তাপুর ফুটবল দল বনাম আলিনগর ফুটবল দল অংশ নেয়। এছাড়া অন্য খেলায় চৌডালা ফুটবল দল বনাম ফোকলোর আইটি রহনপুর, কাকন কলেজ ফুটবল দল বনাম মেঘনা যুব সংঘ অংশ নেয়।
প্রসঙ্গত, এই এলাকার ফুটবল খেলাকে সামনের দিকে অগ্রসরে ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে রহনপুর প্রভাতী ফুটবল দল এই টুনার্মেন্টের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন