গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের ২ দিনের কর্মশালা শেষ হলো

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার রহনপুর পৌর এলাকায় অবস্থিত সরকার ডেইরি ফার্মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা ও মাঠ প্রদর্শনী সূচি বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী। এ সময় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৮০ জন খামারি অংশগ্রহণ করেন।