গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের ২ দিনের কর্মশালা

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণিসম্পদ বিভাগের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রহনপুর পৌর এলাকায় অবস্থিত সরকার ডেইরি ফার্মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা সংক্রান্ত এবং মাঠ প্রদর্শনী সূচি বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এর উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। প্রথম দিন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন- গোমস্তাপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবেল হোসাইন, মনিটরিং কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অন্যরা।
উল্লেখ্য, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৮০ জন খামারি অংশগ্রহণ করছেন।