Last Updated on ডিসেম্বর ৩, ২০২৪ by
গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০৭ রহনপুর অফিসে এই বীজ (কন্দ) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আবদুল্লাহ-আল-কাফিসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।