বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৩, ২০২৪ by

গোমস্তাপুরে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে মো. মনিরুল ইসলাম ওরফে জনি (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে তার কাছ থেকে ভুয়া রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ২২টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ি গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, গ্রেপ্তার হওয়া মো. মনিরুল ইসলাম ওরফে জনি প্রবাসী, মৃত ব্যক্তি, লেখাপড়া না জানা বয়স্ক লোকসহ বিভিন্ন লোকজনের নামে রেজিস্ট্রেশনকৃত ভুয়া সিমকার্ডগুলো ব্যবহার করে নিজেকে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে মহিলাসহ সাধারণ লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাত সোয়া ২টায় তার নিজ বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে তার শয়নকক্ষ থেকে ১৯টি সক্রিয় ও ৩টি নিষ্ক্রিয়সহ ২২টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড এবং দুটি মোবাইল ফোনসহ মো. মনিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করা হয়।

About The Author

শেয়ার করুন