চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে শুটারগান ও ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে কেডিসিপাড়ায় অভিযান চালায়। অভিযানে রহনপুর পৌরসভার পুরাতন বাজার মহল্লার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে জুবায়ের (২৩)কে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান জব্দ করা হয়।
ওসি বলেনÑ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কেডিসিপাড়ায় এক যুবক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে জুবায়ের নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে রহনপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানান, গোমস্তাপুর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্দুল মালেক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি রহনপুর কলোনি ডাইংপাড়া গ্রামের বাসিন্দা নওশাদ আলীর ছেলে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কলোনি ডাইংপাড়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তার বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।