Last Updated on মে ১৭, ২০২৪ by
গোমস্তাপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মোমিন পাড়া গ্রামের দাউদের ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুলের মেয়ে ফারহানা (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে ফাহিম ও ফারজানা নামের দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গেলে ডুবে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি। তিনি আরো জানান, মারা যাওয়া শিশুরা আপন চাচাতো ভাই বোন।
এদিকে এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।