Last Updated on জানুয়ারি ১৬, ২০২৫ by
গোমস্তাপুরে পিএম কলেজে পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে।
কলেজ চত্বরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাদিকুল ইসলামের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মিজানুর রহমানসহ আরো অনেকে।
আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।