Last Updated on ফেব্রুয়ারি ২, ২০২৫ by
গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়ারা হলেন ওই মহল্লার আব্দুস সামাদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৮)।
এদিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তারা দুজনই একই সঙ্গে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে দুই সন্তানের জননী টুশি বেগম তার পরকীয়া প্রেমিক রাকিবকে নিয়ে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করছিলেন। বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পায়। পরে চোখলজ্জার ভয়ে তারা এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। পরে পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, রবিবার সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।