চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীর বালুটুঙ্গী ফেরিঘাট থেকে সানুয়ার হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। মৃত ব্যক্তি ওই ইউনিয়নের ফেরিঘাট এলাকার মো. সাখাওয়াতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার বিকেলে চৌডালা ফুটবল মাঠ-সংলগ্ন মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন সানুয়ার। অনেক খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানন্দা নদীর বালুটুঙ্গী ফেরিঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেনÑ স্থানীয় তদন্তে জানা যায়, মৃত সানুয়ার দীর্ঘদিন যাবৎ মৃগি রোগে ভুগছিলেন। মরদেহ পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।