শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৯, ২০২৪ by

গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
এতে বক্তব্য দেন- গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, রহনপুর বিওপি’র কোম্পানি কমান্ডার আবদুল ওয়াদুদ, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সচীন দেব বর্মন ও সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যরা।
উল্লেখ্য, সভায় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পালনে সব ধরনের প্রস্তুতি বিষয়ে আলোচনা ও পদক্ষেপ নেয়া হয়। এবার গোমস্তাপুর উপজেলায় ৩১টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

About The Author

শেয়ার করুন