শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ১৯, ২০২৫ by

গোমস্তাপুরে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রহনপুর মহিলা কলেজের হলরুমে ওই দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোসা. রিজিয়া খাতুন ও ইতিহাস বিভাগের প্রভাষক মহা. মাইনুল আহসান হাবিব।
রহনপুর মহিলা কলেজ পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মতিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা নারগিস, ইতিহাস বিভাগের শিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদ, বিদায়ী শিক্ষক রিজিয়া খাতুন ও মাইনুল আহসান হাবিব, শিক্ষার্থী ইসরাত জাহান ও ফারিয়া তাসনিম।
পরে বিদায়ী দুই শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

About The Author

শেয়ার করুন