চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মো. মিজানুর রহমান (৪৫) ও মো. রবিউল আওয়াল (৪০) নামে দুই মাদকসেবীকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান গতকাল মঙ্গলবার এ অর্থদণ্ড প্রদান করেন।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান জানান, প্রসাদপুর ডাইংপাড়ার মো. আ. সালামের ছেলে মো. মিজানুর রহমান (৪৫) ও বহিপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল আওয়ালকে (৪০) রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে মঙ্গলবার সকালে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান তাদের দুজনকে ৫ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেন।