গোমস্তাপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, মৌচাষি মনিরুল ইসলামসহ অন্যরা।
এর আগে শোভাযাত্রায় অংশ নেন রহনপুর পৌরসভার