বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৪, ২০২৪ by

গোমস্তাপুরে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ৪টায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত কৃষিপ্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জিয়াউর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যরা।
আলোচনা শেষে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম কৃষিক্ষেত্রে রপ্তানিযোগ্য উৎপাদনে এআইপি হিসেবে মর্যাদা পাওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় তিন দিনব্যাপী এই কৃষিপ্রযুক্তি মেলার আয়োজন করেছে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

About The Author

শেয়ার করুন