গোমস্তাপুরে তিনদিনের ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

74

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ উপলক্ষ্য আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, রহনপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাজাহান আনসারী মামলত, যুবলীগ নেতা রাশিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমূখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি স্টল অংশ নিচ্ছে।