Last Updated on অক্টোবর ২৪, ২০২৪ by
গোমস্তাপুরে তন্ময় মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের তন্ময়ের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা সনাতন সম্প্রদায়ের ব্যানারে আধা ঘণ্টার মানববন্ধনে বক্তব্য দেন- রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক সুমন সাহা, মারা যাওয়া তন্ময়ের বাবা জয় কুমার, খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবদ কুমার মন্ডল, ব্যবসায়ী মিঠু সরকার, সুভম সাহা, কমল চক্রবর্তীসহ অন্যরা।
মানববন্ধনে পরিবারসহ বিক্ষোভকারীরা জানান, তন্ময়কে গুম করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
পরে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন- তন্ময়ের ময়নাতদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি। পেতে আরো কয়েক দিন সময় লাগতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই বোঝা যাবে তন্ময়ের মৃত্যুর কারণ।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার বাসিন্দা জয় কুমার কর্মকারের ছেলে তন্ময় কর্মকার গত ১৩ অক্টোবর দুর্গাপূজা বিসর্জনের রাতে নিখোঁজ হন। তিন দিন পর ১৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ের যাদুপুর দুর্গাপুর ঘাটে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।