শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৮, ২০২৪ by

গোমস্তাপুরে ডা. বিধান রঞ্জনের বক্তব্য প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্য প্রত্যাহার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে তারা এই উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।
সোমবার দুপুর দেড়টায় উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক রুহুল আমিন শিহাব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগ ও প্রাথমিক শিক্ষার নানামুখী সংস্কারের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত ১৭ নভেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠক চলাকালীন মাননীয় উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষকরা যে ১০ম গ্রেডে বেতন-ভাতা চাচ্ছেন তা যৌক্তিক দাবি হলেও এ মুহূর্তে বাস্তবসম্মত নয়। তবে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে প্রদান করা হবে’ বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পরামর্শক কমিটি কাজ করার সময় উনার মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন নেতিবাচক একটি মন্তব্য সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষকদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। উপদেষ্টা যদি আগেই কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে পরামর্শক কমিটি নামে প্রহসনের কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।
সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মূল কারিগর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এ সময় সহকারী শিক্ষক রুহুল আমিন, উম্মে আবেহা, রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন