চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ইট ভর্তি ট্রলি খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো ৩ শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার ইসলাম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রাব্বানী (১৬)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামের কবির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ইট ভর্তি একটি ট্রলি নিয়ে চালকসহ ট্রলির শ্রমিকরা কলকলিয়া গ্রামে ফিরছিলেন। পথে ইসলামনগর এলাকায় পুনর্ভবা নদী সংযোগ নালা (খাড়ি)তে ট্রলিটি পড়ে যায়। এতে ট্রলির শ্রমিক রাব্বানী ঘটনাস্থলে মারা যান। এছাড়া ট্রলির চালক মামলত (২৬) ও শ্রমিক হামিদুর (২০) ও বাশার (১২) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।