গোমস্তাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালি

9

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে এবং ডেঙ্গু সচেতনতা ও ছেলেধরা গুজব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌকা সমর্থক গোষ্ঠী এর আয়োজন করে।
প্রথমে গোমস্তাপুরের রহনপুর বাজার বেগম কাচারী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি শফি আনসারী, যুবলীগ নেতা মতিউর রহমান খান, মুনসুর আলী ও নিয়ামুল হক বিজয়, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ সাগর, ফজলে রাব্বি প্লাবন, পিয়াস আহমেদ প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা ছেলেধরা গুজব সম্পর্কিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন।