চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক নাজমুল হক, আলিনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাসমিনা খাতুন ইলা। এসময় রহনপুর পূনর্ভবা মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়ার মাসরুর, আলিনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৬৫ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে ১৫ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার