চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের জৈশল গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রাধানগর ইউনিয়ন ছাত্রলীগ।
স্থানীয় প্রতিবন্ধী স্কুলে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৮০০ জন দুস্থ রোগীকে চিকিৎসা দেয়াসহ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী মৌসুমী আক্তার স্মৃতি, ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস, এন্তাজুল হক, আনোয়ার হোসেন, বাচ্চু, সাব্বির হোসেন প্রিন্স, দেলোয়ার হোসেন, নাজমুল হক রাসেল, মাসুদ আলীসহ অন্যরা।
মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জের ডিসি ফুড (অতি. দা.) সেফাউর রহমান।