সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ৩, ২০২৫ by

গোমস্তাপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে।
গোমস্তাপুর উপজেলা, রহনপুর পৌর ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় বক্তব্য দেন— বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক ও সাবেক কাউন্সিলর ইউসুফ আলী, রহনপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, যুবদল নেতা এসএ বকুল, সাইফুল ইসলাম ডাবলু, সাবেক ছাত্রনেতা আলমগীর, মহসিন আরাফাত, শহিদুল, বিপ্লবসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন