চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোংগলপুর গ্রামে ২ হাজার ১৭০ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার সকাল পৌনে ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ওই গ্রামের বাবু লাল মল্লিকের ছেলে হৃদয় মল্লিকের বাড়িতে ও মৃত রশিক হাসদার ছেলে সুরেন হাসদার বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অভিযানে দুটি বাড়ি থেকে ২ হাজার ১৭০ লিটার চোলাইমদ, ৪টি প্লাস্টিকের ড্রাম, ৭টি অ্যালুমিনিয়ামের পাতিল, ৭টি মাটির হাঁড়ি, ৫টি প্লাস্টিকের বালতিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গোংগলপুর গ্রামের বাবু লাল মল্লিকের ছেলে শ্রী হৃদয় মল্লিক (২৫), গুপেন সরেনের ছেলে শ্রী রিপন সরেন (৩৫) ও মৃত রশিক হাজদার ছেলে সুরেন হাজদা (৪০)। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।