বৈশাখ মাসে দেব-দেবীকে শ্রদ্ধা নিবেদনে গ্রামীণ পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন থানে থানে ও মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈশাখ মাসের যেকোন শনিবার ও মঙ্গলবার দেব-দেবীকে খুশি করাসহ সকলের মঙ্গলময় জীবন কামনায় পূজা করা হয়। এরই প্রেক্ষিতে শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত থানে থানে ভক্তরা পূজা অর্চনা করেন।
এ বিষয়ে শ্রী শ্রী কামারপাড়া স্মৃতি দুর্গা মন্দির কমিটির সহ-সভাপতি বাবু অশোক কুমার দাস জানান, বৈশাখ মাস একটি ধর্মীয় মাস হিসেবে ধরা হয়। যেসব দেবদেবী আছেন তাঁদের শ্রদ্ধা নিবেদন করা ও সবার মঙ্গল কামনায় এই পূজা করা হয়।