গোমস্তাপুরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ জিয়া এমপির

6

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র, অবদান ও সাফল্য তুলে ধরে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। রবিবার সকাল থেকে তিনি রহনপুর রেলওয়ে স্টেশন, নুনগোলা বাসস্ট্যান্ড, বিদ্যুৎ মোড়, কলেজ মোড় ও খয়রাবাদসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান নূহ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, সাবেক কাউন্সিলর মোসলেহ্ উদ্দিন বাবু বিশ্বাস, ১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মাসুম, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হকসহ আওয়ামী লীগের অন্য সংগঠনের নেতাকর্মীরা।