গোমস্তাপুরে খাড়িতে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

14

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাড়ির পানিতে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে নয়াদিয়াড়ী দড়ি দামস সরকারি খাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম আব্দুল খালেক (৩০)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের তাজামুলের ছেলে। ওই যুবক মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আব্দুল খালেক ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে তার পায়খানার চাপ লাগলে একটি আমবাগানে বসে পড়েন। পরে শৌচকাজে পানি ব্যবহারের জন্য দড়ি দামস সরকারি খাড়ির দক্ষিণ পাড় সংলগ্নে যান। সেখানে আব্দুল খালেকের মৃগী রোগ উঠে গেলে পানিতে নেমে পড়েন এবং একপর্যায়ে ডুবে মারা যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও তার পরিবারকে খবর দেন।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃগী রোগে আক্রান্ত বাকপ্রতিবন্ধী আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।