মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৪, ২০২৪ by

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ পরিবার পেল সেমিপাকা টয়লেট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬টি পরিবার সেমিপাকা টয়লেট পেয়েছে। রবিবার বিকেলে তাদের মধ্যে সেমিপাকা টয়লেটের চাবি ও মালামাল হস্তান্তর করা হয়।
অগ্রদূত বাংলাদেশ’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে বিশেষ বরাদ্দ থেকে এসব মালামাল হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উঠান বৈঠক ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ।
সূচনা বক্তব্য দেনÑ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অগ্রদূত বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল।

About The Author

শেয়ার করুন