গোমস্তাপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ

25

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমন ইন্টারেস্ট গ্রুপ-সিআইজিভুক্ত কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৯টি পাওয়ার টিলার, একটি পাওয়ার স্প্রেয়ার ও ৩টি পাওয়ার প্রেসার রয়েছে।  রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এইসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতিগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ (এনএটিপি-২) এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্পের আওতায় সিআইজি কৃষক গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতিগুলো বিতরণ করা হয়।
যন্ত্রপাতিগুলো কিনতে সরকার ১৩ লাখ ৯৩ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানিয়েছেন।