চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যারাতে মেলা চত্বরে এ আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের সমন্বয়ে গান, নৃত্য ও গম্ভীরা পরিবেশন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা।
উল্লেখ্য আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিন ব্যাপি এ মেলায় মোট ১৫ টি স্টল অংশ নিচ্ছে।