চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার রহনপুর ইউনিয়নের নওদা মিশন মোড়ে কৃষক গোলাম মোস্তফার বারি -২৭ জাতের গমের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোলাম রব্বানী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারী, উপ সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম, তৌহিদুল ইসলাম , রাকীব উদ্দিন , মাহফুজুর রহমান প্রমূখ। চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে হেক্টর প্রতি ৩.৮ মে. টন গম উৎপাদন হয়েছে।