চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়ার সায়েন্টিফিক অফিসার ড. নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ইমরান আলী। কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ জন কৃষক অংশ নেন।