Last Updated on সেপ্টেম্বর ৫, ২০২৪ by
গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আউয়াল জিন্নাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব।
এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্তসহ ১১২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।