সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৭, ২০২৪ by

গোমস্তাপুরে কুরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল সম্পাদক মন্টু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কুরআনের আলো সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রবিউল আওয়াল ও সম্পাদক নেশ মোহাম্মদ মন্টু। কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে রহনপুর বড়বাজার লালান মার্কেটে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস।
সভা শেষে সদস্যদের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শহীদুল ইসলাম, সহসম্পাদক মুক্তাদির ও সৈবুর রহমান, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম টুটুল, সহঅর্থসম্পাদক শামিম রেজা, প্রচার সম্পাদক মোজাম্মেল হকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী তিনবছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

About The Author

শেয়ার করুন