চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হওয়া ৩১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে এ অর্থ তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র পক্ষ থেকে এ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহ সোহেলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মেডিকেল টেকনোলজিস্ট মুনসুর আলম।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন- সংগঠনের সহসভাপতি গোলাম কিবরিয়া মাসুম ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদস্য ইলিয়াস কুদ্দুস।
প্রসঙ্গত, উপজেলার ৩১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ জনকে ২ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং মৃত ১টি পরিবারকে ৭ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।