Last Updated on জানুয়ারি ১৩, ২০২৫ by
গোমস্তাপুরে ওএমএস’র চাল বিক্রি শুরু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওএমএস’র মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার রহনপুর পৌরসভার দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়।
৩০ টাকা কেজি দরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাল।
সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাম্মেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চালপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মেট্রিক টন করে মোট ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০ জন ভোক্তার কাছে চাল বিক্রি করবে। পরবর্তী দিন কলেজ মোড়সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড়বাজারে টিপু প্রফেসরের বাড়ির পাশে মসজিদ সংলগ্ন স্থানে একইভাবে ডিলার চাল বিক্রি করবে বলে তিনি জানান।