গোমস্তাপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

11

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৮তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে শোভাযাত্রাটি উপজেলার রাধানগর ইউনিয়নের মিরাকাঁঠাল থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানুর স্মরণে তাঁদের প্রতিচ্ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে মিরাকাঁঠাল সর্বজনীন ধোবাপুকুর শ্মশান/কবরস্থান রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জগদীশ সরেন। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক বীরেন বেসরা, আদিবাসী নেতা বঙ্গপাল কেয়ারকাটাসহ মাতি মুর্মু, ডলি সরেন।
এ সময় অন্য আদিবাসী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ আরো অনেকে। তখন থেকে সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করে আসছে।