Last Updated on জুন ২৩, ২০২৫ by
গোমস্তাপুরে এক ফার্মেসিকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদণ্ড দেন।
এসময় ওই এলাকার অন্য ফার্মেসিগুলোকে সতর্কমূলক নির্দেশনা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরনবীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ফার্মেসিগুলোকে সতর্ক করা হয়।