চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরে রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে এনায়েতপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেরুল ইসলামসহ স্থানীয়রা।
উল্লেখ্য, এলজিইডির অর্থায়নে জিআরডিআরআইডিপি’র আওতায় গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর হাট কেজিপিএস হতে জাফরপুর পর্যন্ত এই রাস্তার ব্যয় ধরা হয়েছে এক কোটি পাঁচ লাখ চব্বিশ হাজার ৫৫৩ টাকা।