বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৮, ২০২৫ by

গোমস্তাপুরে ইসলামী সাধারণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইসলামী বিষয়ে সাধারণ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড.মু: মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল,পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে  প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।

About The Author

শেয়ার করুন