Last Updated on জুলাই ২৫, ২০২৪ by
গোমস্তাপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মধ্যে এই চেক বিতরণ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন।
চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অতিথিদের মধ্যে আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে সাপের কামড়ে দুজন ও পানিতে ডুবে মারা যাওয়া একজনকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা এবং অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।