গোমস্তাপুরে আরেকটি প্রেসক্লাবের আত্মপ্রকাশ

33

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মডেল প্রেসক্লাব নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার সকালে রহনপুরস্থ একটি রেস্টুরেন্টে কেক কেটে এই ক্লাবের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে সংগঠনটির উদ্বোধন করেন।
পরে ভোরের কাগজের গোমস্তাপুর প্রতিনিধি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে আব্দুস সালাম তালুকদার (ভোরের কাগজ)কে সভাপতি ও সামিরুল ইসলাম (গণমুক্তি)কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।