চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। এছাড়া আগুনে দুটি ছাগল ও লক্ষাধিক টাকাসহ অন্য জিনিসপত্র পুড়ে গেছে। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা জানায়, বুধবার রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের আরিফুলের বসতবাড়িতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে প্রতিবেশী আরশাদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব কর্মকর্তা আকবর আলী জানান, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। তবে আগুন নেভানোর আগেই দুটি বসতবাড়ির আসবাবপত্র, টাকাসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। এছাড়া দুটি ছাগলের প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমান ২ লাখ টাকার উপরে বলে তিনি জানান।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন বলেন, ঘটনাটি অবগত হয়েছি। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খোঁজ নিতে বলা হয়েছে। পরবর্তীতে তাদের সহায়তা করা হবে।
বৃহস্পতিবার গোমস্তাপুর ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিকেলে এ অর্থ তুলে দেন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফউদ্দিন।