Last Updated on মার্চ ২২, ২০২৫ by
গোমস্তাপুরে আওয়ামী লীগকে নিষেদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জুলাই-আগস্টে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
শনিবার বিক্ষোভ মিছিলটি গোমস্তাপুর থানা সংলগ্ন এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন— চৌডালা দক্ষিণ ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুল্লাহ আহমেদ। এসময় মোহাম্মদ মাইদুর রহমান, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মাসুম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।