গোমস্তাপুরে অসচ্ছলদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ

11

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসচ্ছল গরিবদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সাদিক স্যানেটারি প্রকল্পের আয়োজনে এগুলো বিতরণ করেন বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাদিক স্যানেটারি প্রকল্পের পরিচালক এমএ সাদিকুল ইসলাম সাদিক, শীশাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাকসুদা খাতুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাইরুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আল-মামুন বিশ্বাস, মনিরুল ইসলাম দোয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিবছরের মতো এবারো এলাকার ১০ জন অসচ্ছল গরিবদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়।