শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১৮, ২০২৫ by

গোমস্তাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে কর্তব্যরত রেলস্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনাকবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে তিনি জানান।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন জানান, রহনপুর রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে হিরুপাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং ক্ষতিগ্রস্ত ট্রাক্টরসহ মরদেহ উদ্ধার করি।

About The Author

শেয়ার করুন